Cooch Behar | ‘এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না’, কোচবিহার জেলা নেতৃত্বে কড়া বার্তা অভিষেকের

Cooch Behar | ‘এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না’, কোচবিহার জেলা নেতৃত্বে কড়া বার্তা অভিষেকের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনকে (Meeting Election 2026) পাখির চোখ করে সোমবার ক্যামাক স্ট্রিটের অফিসে কোচবিহার (Cooch Behar) জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সংগঠনকে মজবুত করতে কোমর বেঁধে নামার পরামর্শ দিলেন ‘সেনাপতি।’

কেন বিশেষভাবে কোচবিহার জেলার ওপর নজর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কারণ এবারের লোকসভা নির্বাচনে উত্তরের এই সীমান্ত জেলায় প্রাক্তন প্রতিমন্ত্রী তথা অমিত শায়ের (Amit Shah) ডেপুটি নিশীথ প্রামানিককে ৩৮ হাজার ভোটে হারিয়েছিলেন তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। জয়ের ধারা বিধানসভা নির্বাচনেও বজায় রাখতে চাইছে রাজ্যের শাসক দল। তাই অভিষেকের টার্গেট সংগঠনকে মজবুত করা। সেকারণে তিনি বুথ ভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করতে কোচবিহার জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জেলায় বাংলাভাষার অস্তিত্ব রক্ষার আন্দোলনকে আরও জোরদার করতে অভিষেক বলেন, ‘ভয় দেখিয়ে, জাতপাতের নাম করে বিভাজন করে ওরা কিছু করতে পারবে না। কোচবিহার লোকসভার ফল ধরে রাখতেই হবে। ব্লক ধরে ধরে প্রচারে নামতে হবে। সবাইকে একসঙ্গে চলতে হবে। বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না।’

এদিকে অভিষেকের সঙ্গে বৈঠকের পর কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। যে বা যারা দ্বন্দ্বের কথা বলছে, তারা ফিতে দিয়ে মেপে দেখিয়ে দিক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *