CM Mamata Banerjee | ‘রাজনৈতিক কারণে বাংলায় ‘সিঁদুর’ বেচতে এসেছিলেন?’ মোদিকে আক্রমণ মমতার

CM Mamata Banerjee | ‘রাজনৈতিক কারণে বাংলায় ‘সিঁদুর’ বেচতে এসেছিলেন?’ মোদিকে আক্রমণ মমতার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার আলিপুরদুয়ারের (Alipurduar) জনসভা থেকে একের পর ইস্যুতে রাজ্যকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীকে জবাব দিতে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে নমোকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন , ‘সিঁদুর বেচতে এসেছেন?’

প্রধানমন্ত্রীকে উদ্দেশে করে সরাসরি মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, ‘নরেন্দ্র মোদি আগে নিজেকে চা-ওয়ালা বলতেন। পরে বললেন, পাহারাদার! আর এখন সিঁদুর বেচতে এসেছেন?’

এরপর ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মমতা বলেন, ‘ওই অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ ওঁরা দিয়েছেন। এই নাম দেওয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে। যে সময় বিজেপির সমর্থকেরাও দেশের হয়ে গলা ফাটাচ্ছেন, সেই সময় নির্বাচনী প্রচারের অংশ হিসাবে এখানে রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী!’

এরই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এত বড় বড় কথা বলেন। সেনাকে স্যালুট করতে আসবেন ভেবেছিলাম। সিকিমে তো গেলেনই না। ভয় পান নাকি? বিদেশে তো এত ঘুরতেন। প্রচার হওয়া উচিত সেনার। এখনও জঙ্গিদের গ্রেপ্তার করতে পারেননি কেন? সব দেখানোর জন্য।’

উল্লেখ্য, এদিন আলিপুরদুয়ার থেকে নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘পহেলগাঁওয়ের ঘটনায় আপনাদের প্রবল রাগ হয়েছিল। সেই রাগই আমাদের শক্তি জুগিয়েছে। যারা পহেলগাঁও ঘটিয়েছে, তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। কল্পনাই করতে পারেনি পাকিস্তান। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। তিন বার ঘরে ঢুকে মেরেছি। হামলা হলে শত্রুদের আবার বড় মূল্য দিতে হবে।’ অন্যদিকে, মঙ্গলবার দিনহাটার এক অনুষ্ঠান থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নাম না করে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছিলেন, আগে অনেকে চা বিক্রি করতেন, এখন তাঁরাই গরম সিঁদুর বেচতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পা রাখছেন।’ মন্ত্রীর এই বক্তব্যকে প্রকাশ্যে দল সমর্থন করেনি। আজ প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ ছাড়তেই কিছুটা উদয়নের সুরেই অপারেশন সিঁদুর নিয়ে মোদিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় বলা যেতেই পারে মোদির বঙ্গ সফর নিয়ে সরগরম গোটা রাজ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *