উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ভুরি ভুরি অভিযোগ প্রায়শই সামনে আসে। এমতাবস্থায় ভিন্ন নজির গড়ল এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। বিগত ৫ দিনে ১৫ চিকিৎসক মিলে ১৮৫ জন রোগীর অপারেশন করে তাক লাগালেন। যার সবগুলোই সফল। সরকারি হাসপাতালের এই সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার দুপুরে এস্ক হ্যান্ডেলে এই সাফল্যের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী এস্ক হ্যান্ডেলে (X-Deal with) লেখেন, ‘এটি ছিল একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে অপেক্ষমাণ গলব্লাডার রোগীদের অস্ত্রোপচার দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে এবং একইসঙ্গে প্রমাণিত হয়েছে যে, যদি আমাদের চিকিৎসকরা একসঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে কী অসাধ্য সাধন করা সম্ভব! সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ এই ৫ দিনে আরও ৩৯০টি বড় অস্ত্রোপচার করা হয়েছে, যা এই বিশেষ উদ্যোগের বাইরে।’
Glad to tell that our very personal apex stage Authorities facility in Kolkata, SSKM Hospital, has created a file by performing waiting-in-the-queue 175 gallbladder surgical procedures in final 5 days!
This was a mission mode endeavour to clear the ready gallbladder instances, and in addition to…
— Mamata Banerjee (@MamataOfficial) February 15, 2025
এদিকে, হাসপাতাল সূত্রে জানা গেছে, এসএসকেএম হাসপাতালে বিগত কয়েকদিন ধরে অস্ত্রোপচারের রোগীর সংখ্যা বেড়ে গিয়েছিল। তাই চাপ কমাতে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, একসঙ্গে একাধিক অপারেশন করবেন। অন্যদিকে, হাসপাতালের এমন উদ্যোগে খুশি রোগী ও তাদের পরিজনেরা।