CM Mamata Banerjee | ‘প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব’, নেপাল নিয়ে বার্তা মমতার

CM Mamata Banerjee | ‘প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব’, নেপাল নিয়ে বার্তা মমতার

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ যাওয়ার আগে নেপালের (Nepal) অশান্তি নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, ‘নেপাল আমার দেশ নয়, এটা একটি পড়শি দেশ, তাই আমি এবিষয়ে মন্তব্য করতে পারি না। এই ব্যাপারে মন্তব্য করবে ভারত সরকার। তবে এটা আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান ও সমস্ত সীমান্তবর্তী দেশকে ভালোবাসি। পাশাপাশি তিনি সীমান্তবর্তী জেলাগুলিতে শান্তি বজায় রাখার নির্দেশ দেন।’ তিনি আরও জানান, নেপাল তাদের নিজেদের অভ্যন্তরীণ ব্যাপারে সিদ্ধান্ত নিক, প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব। তবে মুখ্যমন্ত্রীর দাবি, সীমান্তে নিরাপত্তা জোরদার করা নিয়ে ভারত সরকার কিছু জানায়নি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার। তা ঘিরেই বিতর্কের সূত্রপাত। গতকাল থেকেই সেখানে রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে তরুণ প্রজন্ম। তাদের বিক্ষোভে সোমবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী কাঠমান্ডু। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালায়। তাতে মৃত্যু হয় অন্তত ১৯ জন বিক্ষোভকারীর। এরপর বিক্ষোভের ঝাঁঝ আরও বেড়ে যায়। বিক্ষোভের তীব্রতা এতটাই ছিল যে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে পদত্যাগ করতে হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন দিয়েছে জনতা। নেপাল সরকারের মন্ত্রীসভার বিভিন্ন সদস্যদের মারধর করা হচ্ছে। অশান্ত নেপালের আঁচ পড়েছে ভারত-নেপাল সীমান্তের (India-Nepal border) পানিট্যাঙ্কিতে। সীমান্তে কড়া নজরদারি চলছে পুলিশ ও এসএসবির। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার সীমান্ত পরিদর্শনে আসেন দার্জিলিংয়ের এসপি প্রবীণ প্রকাশ। এদিকে নেপালে অশান্তির জেরে ভারতের পানিট্যাঙ্কিতে আটকে পড়েছে বহু পণ্যবাহী ট্রাক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *