CM Mamata Banerjee | ‘আধ্যাত্মবাদ এবং সম্প্রীতির মিলন হয়েছে,’ দিঘার মন্দিরে পৌঁছে বললেন মুখ্যমন্ত্রী

CM Mamata Banerjee | ‘আধ্যাত্মবাদ এবং সম্প্রীতির মিলন হয়েছে,’ দিঘার মন্দিরে পৌঁছে বললেন মুখ্যমন্ত্রী

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ৩০ এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দির। ইতিমধ্যেই দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানে পৌঁছে মন্দির চত্বর ঘুরে দেখার পর তিনি বলেন, ‘আধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’-র মিলন হয়েছে।’

সোমবার দুপুরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে দিঘায় (Digha) পা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপ্টার থেকে নামতেই সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ‘দিঘার জগন্নাথ মন্দিরে আধ্যাত্মবাদ এবং সম্প্রীতি-র মিলন হয়েছে। দিঘায় সমুদ্র রয়েছে। সমুদ্রে লোকজন বেড়াতে আসেন। এখানে একটা তীর্থস্থান হলে লোকজনকে আরও আকৃষ্ট করবে। দিঘার এই জগন্নাথধাম বাংলার হাজার হাজার বছরের পুরনো স্থাপত্যকলা তুলে ধরে। এটি একটি কৃষ্টি।’

বুধবার মন্দির উদ্বোধন হলেও আজ থেকেই মন্দিরে শুরু হয়েছে নানান আচার অনুষ্ঠান। ইতিমধ্যেই শুরু হয়েছে শান্তিযজ্ঞ। এই শান্তিযজ্ঞের তদারকি করছেন ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস সহ ইসকনের বিভিন্ন শাখার ৬০ জন ভক্ত। এই শান্তিযজ্ঞে যোগ দিতেই তড়িঘড়ি দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর। অনন্ত ৮০০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে মন্দির চত্বরে। অন্যদিকে, সমগ্র দীঘাজুড়ে যান চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *