উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশিদের সঙ্গে বিএসএফের (BSF) বচসায় সাধারণ মানুষ যাতে না জড়ান, মঙ্গলবার মালদা (Malda) থেকে সেই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamamta Banerjee)। এদিন মালদায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বেশকিছু প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ইস্যুতে মমতা বলেন, ‘ওপার বাংলায় একটু সমস্যা হচ্ছে। কিন্তু বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের। বিএসফের সঙ্গে বচসা হলে আপনারা যাবেন না।’ পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পুলিশকে বলব মাইকে ঘোষণা করে ভারতের লোকজনদের সেখান থেকে সরে আসতে বলুন।’
তাঁর কথায়, ‘ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন। বাকিটা প্রশাসন দেখে নেবে।’ একদিন সম্পর্ক ফের ভালো হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তিনি এও বলেন, কোনও সমাজবিরোধী যেন ঘুঘুর বাসা বানাতে না পারে, সে বিষয়টিও মাথায় রাখতে হবে। তাঁর কথায়, উন্নয়ন তখনই হয়, যখন শান্তি থাকে।
সম্প্রতি মালদার বৈষ্ণবনগর থানার শুকদেবপুরে বেশ কয়েকজন বাংলাদেশির প্রবেশের অভিযোগ ওঠে। এমনকি ভারতীয় কৃষকদের জমির ফসল তাঁরা নষ্ট করে বলে অভিযোগ উঠেছিল। খবর পেয়ে বিএসএফ ঘটনাস্থলে যায়। বিএসএফ ও বিজিবি পরিস্থিতি সামলেছিল বলে জানা যায়। এছাড়াও গত কয়েকদিনে ভারত-বাংলাদেশ সীমান্তে নানা জায়গায় উত্তেজনার খবর সামনে এসেছে। এরপর এদিন মালদায় এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।