উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে ক্রমশই শক্তি হারিয়েছে নিম্নচাপ (Climate Upadate)। ফলে আপাতত দক্ষিণবঙ্গে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে যদিও সপ্তাহান্তে বাড়বে বৃষ্টির দাপট।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে (North Bengal) বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। তবে শনিবার থেকে বৃষ্টি বাড়বে। ওইদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে। রবিবারও এই জেলাগুলিতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা রয়েছে। সোমবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমে যাওয়ায় বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। এই পরিস্থিতিতে ফের বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।