উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে উধাও বৃষ্টি। ধীরে ধীরে কাটছে নিম্নচাপের প্রভাব। আগামী মঙ্গলবার থেকে ফের বদলাতে পারে আবহাওয়া। আবহাওয়া (Climate Replace) নিয়ে কী আপডেট দিল আবহাওয়া দপ্তর?।
উত্তরবঙ্গে (North Bengal Climate Replace) বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সোম থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
ক্রমশ দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ। এছাড়া মৌসুমী অক্ষরেখা জম্মু, চণ্ডীগড়, শাহজাহানপুর, গোরক্ষপুর, পাটনা, রাঁচির পর নিম্নচাপ এলাকার উপর দিয়ে দিঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টি (Rain) হতে পারে নদিয়া ও মুর্শিদাবাদে। সোমবার নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে।