উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওডিশা ও বাংলার উপকূলের উপরে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত। তা শক্তি বাড়িয়ে এখন পরিণত হয়েছে নিম্নচাপে। নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি। আবহাওয়া (Climate Replace) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
শনি ও রবিবার উত্তরবঙ্গের (North Bengal Climate Replace) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমবে।
এদিন দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। সোমবার পাঁচ জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই দু-এক পশলা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।