উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বর চলছে। আর কিছুদিনের মধ্যে দুর্গাপুজো। কিন্তু এখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েই চলেছে রাজ্যের একাধিক জায়গায় (Climate Replace)। সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবারই সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। যার জেরে রাজ্যের একাধিক জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। সেই তালিকায় কোন কোন জেলা রয়েছে তা জেনে নিন। রইল আবহাওয়ার আপডেট।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার সব জেলারই দু’-এক জেলায় বৃষ্টি হতে পারে। ফের রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। মঙ্গলবারও এই দুই জেলার পাশাপাশি ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পংয়ে।
অন্যদিকে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal) আট জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। তবে শনি ও রবিবারের জন্য আপাতত কোনও সতর্কতা জারি হয়নি।