কোচবিহার: আশঙ্কা ছিলই, কিন্তু অষ্টমী পর্যন্ত পুজোয় বর্ষাসুরের কোনও দাপট লক্ষ্য করা যায়নি। কিন্তু অষ্টমী গড়িয়ে নবমী পড়তেই ভোল বদলায় আবহাওয়া। মহাষ্টমীর রাত থেকেই অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হয়। যার জেরে পুজো মণ্ডপের আলোকতোড়ন ভেঙে পড়ে। কিছুটা ক্ষয়ক্ষতি হয় পুজো মণ্ডপগুলিরও। নবমীর সকাল থেকেই শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের অন্যত্রও ছিল বৃষ্টির দাপট।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ মৌসম সেবা কেন্দ্রের আধিকারিকরা জানিয়েছেন আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বুধবার ও বৃহস্পতিবার মাঝারি বৃষ্টি এবং ৩ থেকে ৫ অক্টোবর অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়, ৩ অক্টোবর বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড়, ৪ অক্টোবর বিক্ষিপ্ত ভাবে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় ও ৫ অক্টোবর বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে দুর্গাপুজোর শুরুটা ভাল কাটলেও শেষের দিকে বৃষ্টি কিন্তু মণ্ডপ দর্শনে বাধা হয়ে দাঁড়াতে চলেছে।