চোপড়া: ফের প্রতারনাচক্র সক্রিয় হয়ে উঠেছে চোপড়ায়। এর আগে বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে এলাকার অনেকের নাম জড়ানোর পর ট্যাব কাণ্ডেও চোপড়ার নাম হটস্পটে উঠে আসে। এবার জমির দলিল সহ আধার কার্ড, বার্থ সার্টিফিকেট ও সরকারি প্রকল্পের বিভিন্নরকম নথি তৈরির অভিযোগে একের পর এক ব্যাক্তির নাম জড়াতে শুরু করেছে ওই এলাকায়। প্রতারণার অভিযোগে আগেই ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার চোপড়া বিডিও অফিসের সামনের একাধিক অনলাইন ক্যাফেতে হানা দিয়ে মোট ৪ জন তরুণকে গ্রেপ্তার করা হয়। তাদের দোকান থেকে কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়।
জানা গিয়েছে, জমির দলিল নকল করার অভিযোগে গত ১৭ এপ্রিল চোপড়া এডিশনাল ডিস্ট্রিক সাব রেজিস্ট্রার অফিসের অস্থায়ী কর্মী ভাস্কর পালকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ভাস্করের সূত্র ধরে ১২ মে অমৃতকুমার সিংহ ওরফে ভিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এরপর এদিন বিকালে চোপড়া বিডিও অফিসের সামনের সব কয়টি অনলাইন ক্যাফেতে হানা দেয় পুলিশ। তার মধ্যে তিনটি দোকানের কম্পিউটার থেকে বেশ কিছু অবৈধ কার্যকলাপের তথ্য মেলে। ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। চোপড়া থানার পুলিশের সঙ্গে এদিনের অভিযানে ছিলেন এসডিপিও আশীষ কুমার, চোপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সাইমন শেরপা প্রমুখ।