উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বংশ এগিয়ে নিয়ে যেতে চাই নাতি (Grandson)। পুত্র তথা অভিনেতা রামচরণের কাছে এমনই আবদার করে বিরোধীদের সমালোচনার মুখে পড়লেন তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী (Chiranjeevi)।
সম্প্রতি হায়দরাবাদে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চিরঞ্জীবী। সেখানে নাতনিদের সঙ্গে নিজের ছবি দেখিয়ে তিনি মজা করে বলেন, ‘বাড়িতে থাকলে নিজেকে লেডিস হস্টেলের ওয়ার্ডেন বলে মনে হয়। বাড়িতে চারিদিকে শুধুই নাতনি। আমি আশা করি বংশ পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে রামচরণের অবশ্যই ছেলে হবে। রামচরণ তাঁর মেয়েকে ভালোবাসে। কিন্তু আমার আশঙ্কা যদি আবার মেয়েই হয়। যদিও নাতনিই এখন আমাদের নয়নের মণি।’ চিরঞ্জীবীর এহেন মন্তব্যেই বিতর্কের ঝড় উঠেছে।
চিরঞ্জীবীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ জেবি মাথুর। তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক। অত্যন্ত দুর্ভাগ্যজনকও যে শুধুমাত্র একজন ছেলেই বংশ এগিয়ে নিয়ে যেতে পারে। ছেলে এবং মেয়ে, উভয়ই আমাদের সম্পদ। আমরা উভয়ের জন্যই গর্বিত।’ অন্যদিকে সিপিএম নেত্রী বৃন্দা কারাট বলেন, ‘এটা সত্যিই দুর্ভাগ্যজনক এবং দুঃখের বিষয় যে মতামত নির্ধারক হিসেবে বিবেচিত সুপরিচিত ব্যক্তিত্বরা এমন লিঙ্গবৈষম্যমূলক বক্তব্য দেন করেন। চিরঞ্জীবীর উচিত নিজের ভুল সংশোধন করা। কিন্তু আমাদের দেশে মানুষ এই ধরনের মনোভাবকেই গুরুত্ব দেন। এই ধরনের সংস্কৃতির জন্যই মহিলাদের পুত্রসন্তান জন্ম দেওয়ার হন্য চাপ দেওয়া হয়।’