উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার দুই দিনের সফরে চিনে এসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিগত সাত বছরে এটি তাঁর প্রথম চিন সফর। স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও কূটনৈতিক মহল এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।
আগামী ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর তিয়ানজিনে অনুষ্ঠিত হতে চলেছে এসসিও-র দশ সদস্য রাষ্ট্রের এই বার্ষিক শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রীর এই সফরে সবচেয়ে বেশি যে বিষয়টি নজরে রয়েছে, তা হল চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক। সম্প্রতি ভারত ও চিনের সম্পর্কের বরফ গলতে শুরু করার প্রেক্ষাপটে এই বৈঠক দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা অস্থিরতা তৈরির আবহে এই এসসিও সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সম্প্রতি ওয়াশিংটন ভারতীয় রপ্তানির উপর কঠোর শুল্ক আরোপ করার পর এই সম্মেলনকে ভূ-রাজনৈতিকভাবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং চিনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক শুধু আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং ভারতের বিদেশনীতির ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশ করবে বলে ধারণা করা হচ্ছে।