উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির (Chief Justice Of India) দায়িত্ব নিতে পারেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই (Justice Bhushan Ramkrishna Gavai)। বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁর নাম সুপারিশ করেছেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে। সরকারের তরফে তাতে সিলমোহর পড়লে ১৪ মে দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিআর গাভাই।
নিয়ম অনুযায়ী, প্রধান বিচারপতির আসনে যিনি থাকেন, তিনি উত্তরসূরির নাম সরকারের কাছে সুপারিশ করেন। সেইমতো বিচারপতি গাভাইয়ের নাম সুপারিশ করেছেন বর্তমান দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর সুপারিশে অনুমোদন মিললে বিচারপতি কেজি বালাকৃষ্ণনের পর বিচারপতি গাভাই দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হবেন। ১৩ মে অবসর নেবেন বর্তমান দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তারপর শপথ নিতে পারেন বিচারপতি গাভাই। তবে ছয় মাসই প্রধান বিচারপতি হিসেবে মেয়াদ থাকবে তাঁর। চলতি বছরের নভেম্বরে তাঁর অবসর নেওয়ার কথা।
অমরাবতীতে পৈতৃক ভিটে বিচারপতি গাভাইয়ের। ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টের (Supreme Courtroom) বিচারপতি হিসেবে নিযুক্ত হন। শীর্ষ আদালতের একাধিক ঐতিহাসিক মামলার রায়ে যুক্ত ছিলেন তিনি। ২০১৬ সালে নরেন্দ্র মোদি সরকারের নোটবন্দির সিদ্ধান্ত বহাল রাখা থেকে, নির্বাচনি বন্ডকে অসাংবিধানিক ঘোষণা। বুলডোজার শাসন নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দেয়, সেই বেঞ্চেও ছিলেন বিচারপতি গাভাই।