উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল ২ মাওবাদীর। শনিবার ছত্তিশগড়ের সুকমা জেলায় ঘটেছে ঘটনাটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে,শনিবার সকালে কিস্তারাম থানার পাহাড় ও জঙ্গলাকীর্ণ এলাকায় যৌথ বাহিনীর টহলদারী চলার সময় মাওবাদীরা গুলি চালায় বাহিনীর ওপর। তারই জবাবে সিআরপিএফের কোবরা কমান্ডো এবং ছত্তিশগড় পুলিশের ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড-এর যৌথ বাহিনী পালটা গুলি চালায়। এই গুলির লড়াইয়ে মৃত্যু হয় নিষিদ্ধ মাওবাদী সংগঠন পিএলজিএ(পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র দুই সদস্য।
এই বিষয়ে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, অতিরিক্ত বাহিনী এনে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ওই এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।