Changrabandha Border | চ্যাংরাবান্ধা স্থলবন্দর পরিদর্শন পুলিশের, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কোচবিহারের এসপি

Changrabandha Border | চ্যাংরাবান্ধা স্থলবন্দর পরিদর্শন পুলিশের, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কোচবিহারের এসপি

ব্লগ/BLOG
Spread the love


চ্যাংরাবান্ধাঃ আন্তর্জাতিক স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার বিকেলে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ জেলার পদস্থ কর্তারা। ছিলেন মাথাভাঙ্গার এএসপি সন্দীপ গড়াই, এসডিপিও মেখলিগঞ্জ আশিস পি সুব্বা, সিআই মেখলিগঞ্জ থানা ভাস্কর প্রধান, ওসি মেখলিগঞ্জ মনি ভূষণ সরকার। ইমিগ্রেশন চেকপোষ্টে তারা দীর্ঘক্ষণ চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন দপ্তরের ওসি সুরজিৎ বিশ্বাস ও সুবিধা পোর্টালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিশেষ তামাং এর সঙ্গে যাত্রী যাতায়াত বিষয়ক ও ইমিগ্রেশন এর অভ্যন্তরীণ বিষয় নিয়ে বৈঠক করেন। এরপর পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সীমান্ত গেটে গিয়ে কোচবিহার বিএসএফের আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় অংশ নেন।

দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “কীরকম কাজ চলছে ইমিগ্রেশন চেকপোষ্টে, যাত্রীদের এন্ট্রি থেকে এক্সিট এবং অন্যান্য বিষয় গুলিও আলোচনা হল। আমাদের অফিসাররা ক্রমাগত বর্ডার এলাকা সহ বিভিন্ন এলাকায় টহলদারি বাড়িয়েছেন। নিরাপত্তা নিয়ে আমরা বিএসএফের সঙ্গেও কথা বলেছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *