Chandannagar | ঋণের দায়ে চরম সিদ্ধান্ত! স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী গৃহকর্তা

Chandannagar | ঋণের দায়ে চরম সিদ্ধান্ত! স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী গৃহকর্তা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঋণের চাপে স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী হলেন গৃহকর্তা। বুধবার গভীর রাতে হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে চন্দননগরে (Chandannagar)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন বাবলু ঘোষ (৬২), তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ (৪৬) এবং ১৩ বছরের কন্যা পৌষালি ঘোষ। প্রথমে স্ত্রী ও মেয়েকে শাবল দিয়ে মাথায় আঘাত করে খুন করেন। এরপর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বাবলু। বুধবার গভীর রাতেই চন্দননগর থানায় খবর আসে কলুপুকুর গড়ের ধার এলাকার একটি বাড়িতে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু (Unnatural loss of life) হয়েছে। এরপরই ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের দেহ উদ্ধার করে পুলিশ। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চন্দননগর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আগে একটি টিনের বাক্স তৈরির কারখানায় কাজ করতেন বাবলু। এরপর কিছুদিন টোটোও চালিয়েছেন। বর্তমানে বাড়িতেই একটি দোকান চালাতেন। সঙ্গে সাট্টার প্যাডও লিখতেন। তবে বাজারে লক্ষ লক্ষ টাকার ধার ছিল তাঁর। যা নিয়ে মানসিক চাপে ছিলেন বাবলু। আর সেই চাপের কারণেই স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী (Suicide) হয়েছেন বাবলু। এমনটাই মনে করছে স্থানীয়দের একাংশ। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি সুমন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ধারদেনা না কি অন্য কোনও কারণে এই ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি শাবল বাজেয়াপ্ত করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *