চাঁচল: বাড়িতে এসেছে ফুটফুটে কন্যাসন্তান (Child Woman)। নতুন অতিথিকে স্বাগত জানাতে অভিনব উদ্যোগ নিলেন বাবা। ফুল দিয়ে গাড়ি সাজিয়ে, সকলকে মিষ্টি মুখ করিয়ে হাসপাতাল থেকে একরত্তিকে বাড়ি নিয়ে গেলেন বাবা সহ পরিবারের লোকেরা।
চাঁচলের (Chanchal) মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুরের বাসিন্দা সাজিরুদ্দিন। পেশায় আর্থ মুভার চালক। তার এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে (Chanchal Tremendous Speciality Hospital) সাজিরুউদ্দিনের স্ত্রী দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন। এই খবর পেয়ে সাজিরুদ্দিন এবং তার পরিবারের লোকেরা ভীষণ খুশি হন। তাই নতুন সদস্যকে স্বাগত জানাতে গোটা পরিবার মিলে ফুল দিয়ে সাজিয়ে তোলেন গাড়ি। সেই গাড়ি নিয়ে হাসপাতালে আসেন বাবা সাজিরুদ্দিন ও পরিবারের বাকি সদস্যরা। মেয়েকে নিয়ে মা হাসপাতালের বাইরে পা রাখতেই উল্লাসে ফেটে পড়েন বাবা। সঙ্গে সঙ্গে স্ত্রী ও সন্তানকে নিয়ে গাড়িতে বসে বাড়ির উদ্দেশে রওনা দেন। এদিকে, হাসপাতাল চত্বর থেকে বাড়ি পর্যন্ত যেতে যাকেই হাতের নাগালে পেয়েছেন সকলকে মিষ্টি মুখ করান সাজিরুদ্দিন।
এ প্রসঙ্গে সাজিরুদ্দিন বলেন, ‘গ্রামাঞ্চলে অনেকের মুখে শুনি মেয়ে হলে নাকি মন খারাপ হয়। পুত্র সন্তান হলে বেশি খুশি হন। তাদেরকে বার্তা দিতেই আমার এই উদ্যোগ। আসলে ছেলে-মেয়ে সবাই তো সমান। তাছাড়া মেয়ে তো ঘরের লক্ষ্মী। আমি এবং আমার পরিবার দ্বিতীয়বার মেয়েকে পেয়ে খুব খুশি।’