চালসা: সাতসকালে পাট ক্ষেতের ধার থেকে উদ্ধার হল এক কিশোরীর দেহ। ঘটনাটি মাটিয়ালী ব্লকের শালবাড়ি পায়জাম পাড়া এলাকার। শুক্রবার সকালে স্থানীয় মানুষ ওই কিশোরীর দেহ পাট ক্ষেতের ধারে পড়ে থাকতে দেখেন। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমে যায় এলাকায়। খবর দেওয়া হয় মেটেলি থানাতে। মেটেলি থানা থেকে পুলিশ কর্মীরা এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে। পরবর্তীতে এলাকায় আসেন মাল মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ।
জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম রেহানা পারভীন। অষ্টম শ্রেণীর পড়ুয়া ছিল সে। বৃহস্পতিবার বিকেল থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল। এদিন সকালে তার দেহ উদ্ধার হয়। এলাকার বাসিন্দাদের অনুমান, কিশোরীকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।