Central Pressure | ওয়াকফ আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

Central Pressure | ওয়াকফ আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওয়াকফ আইনের বিরোধীতায় উত্তাল মুর্শিদাবাদ (Murshidabad)। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী (Central Pressure) মোতায়েন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta Excessive Courtroom)। রাজ্যের বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ পরস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সেই মামলার শুনানিতেই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ ডিভিশন বেঞ্চ। তবে রাজ্যের অন্য জায়গায় অশান্তি হলে সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।

মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার কিছু অংশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়েছিলেন শুভেন্দু। কিন্তু তাতে আপত্তি জানিয়ে রাজ্যের আইনজীবী বলেন, ‘পুলিশের ডিজি রাজীব কুমার ইতিমধ্যে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন। সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর থেকেও সাহায্য নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের আধিকারিকরা দক্ষ হাতে সামলাচ্ছেন।’ এরপরই বিচারপতি সৌমেন সেন বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হলে অসুবিধা কোথায়? রাজ্যের ক্ষমতায় তারা (কেন্দ্রীয় বাহিনী) হস্তক্ষেপ করবে না। শুধুমাত্র পুলিশকে সাহায্য করবে কেন্দ্রীয় বাহিনী। আমরা সামগ্রিকভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে চাই। অতীতে ভোট পরবর্তী সন্ত্রাস সহ একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল।’ এরপর রাজ্যকে নিজেদের বক্তব্য পেশ করার জন্য ৩০ মিনিট সময় দেওয়া হয়।

এরপর ৩০ মিনিট পরে শুনানির দ্বিতীয়ার্ধে রাজ্যের তরফে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভিডিও কলে যোগ দেন। তিনি বলেন, ‘৬ কোম্পানি বিএসএফ এবং এক হাজার পুলিশ মোতায়েন রয়েছেন। আইজি, ডিআইজি পদমর্যাদার আধিকারিকরা এলাকায় আছেন। ডিজিপি রাজীব কুমার যাচ্ছেন ঘটনাস্থলে। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের করা অভিযোগ অস্পষ্ট। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। তবে আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলে আমাদের আপত্তি নেই।’

দুই পক্ষের বক্তব্য শোনার পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়ে হাইকোর্টের তরফে বলা হয়, ‘এমন অশান্তির ঘটনায় আদালত চোখ বন্ধ করে রাখতে পারে না। অপরাধীদের শনাক্ত করে পদক্ষেপ করতে হবে। মুর্শিদাবাদে শান্তি, সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন আদালতের মূল বিচার্য বিষয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *