CAR | ব্রেক ভেবে এক্সেলেরেটরে পা! দোতালা থেকে গাড়ি পড়ল মাটিতে

CAR | ব্রেক ভেবে এক্সেলেরেটরে পা! দোতালা থেকে গাড়ি পড়ল মাটিতে

শিক্ষা
Spread the love


নয়াদিল্লি : দিল্লির (Delhi) নির্মাণ বিহারে সম্প্রতি এক মহিলা একটি নতুন গাড়ি (CAR) কিনেছিলেন। ২৬-২৭ লাখ টাকার শখের গাড়ি! এমন দামি গাড়ি কেনার পর কার না উত্তেজনা থাকে? স্বাভাবিকভাবেই তিনি ডেলিভারি নেওয়ার আগে গাড়ির পুজো করছিলেন। গাড়ির চাকার নীচে একটি লেবু রেখে সেটিকে চাপা দেওয়ার এই প্রথা আমাদের দেশে নতুন নয়। কিন্তু সেই সামান্য লেবু যে এমন বড় কাণ্ড ঘটাবে, তা কেউ স্বপ্নেও ভাবেননি।

মহিলাকে আস্তে করে গাড়ি চালিয়ে লেবুটিকে চাপা দিতে বলা হয়েছিল। কিন্তু অতিরিক্ত উত্তেজনার বশে তিনি ব্রেক প্যাডেলের বদলে এক্সেলেরেটরেই চাপ দিয়ে বসলেন। ব্যাস, যা হওয়ার তাই হল! বিকট শব্দে গাড়িটি শোরুমের দোতলার কাচের দেওয়াল ভেঙে ১৫ ফুট নীচে রাস্তায় আছড়ে পড়ে। উলটে যাওয়া গাড়িতে তখন মহিলা ছাড়াও শোরুমের এক কর্মচারী। সৌভাগ্যবশত গাড়ির এয়ারব্যাগ (Airbag) সময়মতো খুলে যাওয়ায় তাঁরা গুরুতর আহত হননি।

এই লেবু-কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক। এত দিনের প্রথা মেনে গাড়ি পুজো করতে গিয়ে এমন অভাবনীয় ঘটনা আগে কেউ দেখেছেন কি না, তা বলা মুশকিল! আপাতত গাড়িটি সোজা শোরুম থেকে ওয়ার্কশপে চলে গিয়েছে। আর সেই লেবুটির কী হয়েছে, তা আজও রহস্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *