উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের আপত্তিতে চ্যাম্পিয়নস ট্রফির খেলা সরেছে পকিস্তান থেকে। ভারতের তরফে জানিয়ে দিয়েছিল পাকিস্তানের মাটিতে কোনও ম্যাচ খেলবে না টিম ইন্ডিয়া। বোর্ডের আপত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি দুবাইয়ে দিয়েছে আইসিসি। প্রতিযোগিতা শুরুর আগে ‘ক্যাপ্টেন্স ফোটোশুটে’ লাহোরে হাজির থাকার কথা ছিল রোহিত শর্মার। রোহিতের সেই লাহোর যাত্রায় আপত্তি জানিয়েছে বিসিসিআই। ফলে রোহিত যে পাকিস্তানে যাবেন না, তা এক রকম নিশ্চিত।
আইসিসি-র যে কোনও প্রতিযোগিতার আগেই সব দলের অধিনায়কদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক এবং ফোটোশুটের আয়োজন করা হয়ে থাকে। চ্যাম্পিয়নস ট্রফির প্রতিযোগিতা শুরুর আগে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে ‘ক্যাপ্টেন্স ফোটোশুট’। সেই কারণে অংশগ্রহনকারী প্রত্যেক দলের অধিনায়কদের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আমন্ত্রণ পেয়েছেন রোহিত শর্মাও। সেখানে আপত্তি রয়েছে বিসিসিআইয়ের। রোহিতকে পাকিস্তানে যেতে দিতে নারাজ ভারতীয় বোর্ড।
এই প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্তা জানান, আইসিসি সাংবাদিক বৈঠক এবং ফোটোশুট দুবাইয়েই করবে। তিনি বলেছেন, “আইসিসি আমাদের দাবি মেনে পাকিস্তানে ম্যাচ না দিয়ে তা দুবাইয়ে সরিয়ে নিয়ে গিয়েছে। তাই এটাও আমাদের কাছে খুব বড় ব্যাপার নয়।
পিসিবির এক কর্তা বলেছিলেন, “বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে। এটা খেলার জন্য ভাল নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না।”