উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কানাডার হ্যামিলটনে ২১ বছর বয়সী ভারতীয় ছাত্রী হারসিমরত রন্ধাওয়াকে গুলি করে হত্যার ঘটনায় অবশেষে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত জার্ডেইন ফস্টার (৩২)-এর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে হ্যামিলটন পুলিশ। একই সঙ্গে তার বিরুদ্ধে আরও তিনটি খুনের চেষ্টার অভিযোগও আনা হয়েছে। এই বিষয়ে হ্যামিলটন পুলিশের ভারপ্রাপ্ত ডিটেকটিভ-সার্জেন্ট ড্যারিল রিড এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার অন্টারিওর নায়াগ্রা জলপ্রপাতের কাছে জার্ডেইন ফস্টারকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল মোহাক কলেজের ফিজিওথেরাপি কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী হারসিমরত রন্ধাওয়া আপার জেমস স্ট্রিট এবং সাউথ বেন্ড রোডের সংযোগস্থলে একটি বাস স্টপের কাছে দাঁড়িয়ে ছিলেন। সে সময় হঠাৎ একটি বুলেট তাঁর শরীরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। জানা যায়, গুলিবিদ্ধ হওয়ার সময় রন্ধাওয়া জিম থেকে বাড়ি ফিরছিলেন এবং রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সেদিন ঘটনাস্থলে দাঁড়ানো চারটি গাড়িতে থাকা অন্তত সাতজনের মধ্যকার একটি বিবাদের দরুন গাড়িগুলো থেকে গুলি চালানো হয়েছিল। এতে কমপক্ষে দুটি বন্দুক ব্যবহার করা হয়েছিল। সেইসময় হঠাৎ একটি গুলি এসে হারসিমরতের শরীরে লাগে। এই বিষয়ে ডিটেকটিভ-সার্জেন্ট রিড বলেন, “হারসিমরত একজন নিরীহ পথচারী ছিলেন।” রিড আরও বলেন, “তদন্ত এখনও চলছে, এবং এই মৃত্যুর সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে চিহ্নিত করতে, খুঁজে বের করতে এবং গ্রেপ্তার করতে আমরা সবরকম চেষ্টা করব।” এই ঘটনায় ফস্টার ছাড়া এখনও পর্যন্ত আর কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গিয়েছে।