উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রতিবছরের মত এবারও সৌরভ গঙ্গোপাধ্যায়ই (Sourav Ganguly) মঞ্চের মধ্যমণি। তবে এবছর হরভজন সিং, জ়াহির খান, যুবরাজ সিংদের উপস্থিতিতে জমজমাট হওয়া কথা ছিল মঞ্চ। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। অনুষ্ঠানে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Sports activities Minister Arup Biswas)।
এবার সিএবির (CAB) বর্ষসেরা পুরস্কার মঞ্চে বাংলার নতুন প্রাপ্তির নাম আকাশ দীপ (Akash deep)। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে সফল এই পেসারকে পুরস্কৃত করলেন সৌরভ। ইংল্যান্ডে এক টেস্টে দশ উইকেট নেওয়া থেকে শুরু করে শুভমন গিলের নেতৃত্ব নিয়ে খোলামেলা আকাশ। তিনি বললেন, ‘রঞ্জি জয় আমার প্রধান লক্ষ্য। তিন বার কাছে গিয়েও আমরা সেভাবে সফল হতে পারিনি। তবে তাড়াতাড়ি স্বপ্নপূরণ হবে বলে আশা রাখছি।’
বরাবরই লাইফটাইম অ্যাচিভমেন্টদের নিয়ে বাড়তি আবেগ থাকে সিএবির বর্ষসেরা পুরস্কার মঞ্চে। এবার ওই সম্মান পেলেন অরূপ ভট্টাচার্য ও শ্যামা সাউ।
বাংলার ক্রিকেটে অরূপ ভট্টাচার্যকে গদা দা নামে চেনে সকলে। তিনি বাংলা ও ক্লাব পর্যায়ের একজন সফলতম অলরাউন্ডার। দেশের সীমানা পেরিয়ে বাংলাদেশের ক্লাব ক্রিকেটেও খেলেছিলেন অরূপ। তিনি জাতীয় জুনিয়র নির্বাচক হিসেবেও কাজ করেছেন। গদা দা এখন বাংলার সিনিয়র টিমের কোচিং স্টাফ। তবে মঞ্চে আবেগে গলা ধরে আসে অরূপের। তিনি বলেন, ‘যতদিন বাঁচব এই সম্মানের কথা মনে রাখব। সিএবিকে ধন্যবাদ।’
তবে ধনধান্য অডিটোরিয়ামে সৌরভ–আকাশ নিশ্চিত ভাবেই দুই প্রজন্মের মেলবন্ধনের একটি সুন্দর ফ্রেম। তেমনি ভারতের প্রাক্তন ক্যাপ্টেন ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) সঙ্গে মেয়েদের বর্ষসেরা তনুশ্রী সরকারকেও এক মঞ্চে উঠে দেখা যায়। এছাড়াও অভিমন্যু ঈশ্বরনকে (Abhimanyu Ishwaran) দেওয়া হয়েছে বিশেষ সম্মান। বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেয়েছেন সুদীপ ঘরামি। জেন্টলম্যান ক্রিকেটারের সম্মান পেলেন শাহবাজ আহমেদ। সেরা বোলারের সম্মান দেওয়া হয়েছে সায়ন ঘোষকে।