Burdwan | দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা যাত্রীবাহি বাসের, বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত অন্তত ১০ 

Burdwan | দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা যাত্রীবাহি বাসের, বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত অন্তত ১০ 

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল বর্ধমানে। সূত্রের খবর, ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে,আহত প্রায় ৩৫ জন। জানা গিয়েছে, একটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে একটি যাত্রীবাহি বাস এসে সজোরে ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে সকলেই বিহারের বাসিন্দা বলেও জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন আনুমানিক সকাল ৭ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর বর্ধমানের নবাবহাট ফাগুপুর এলাকায়। বাসটি তারকেশ্বর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সেই সময় ফাগুপুর এলাকায় জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা লরিটির পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘটনার পরেই উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের মতে বাসটিতে ৬০ জন মতো যাত্রী ছিলেন। তাঁরা সকলেই বিহারের বাসিন্দা ছিলেন বলেও জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় গোলসি থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে।

অপরদিকে স্থানীয়দের অভিযোগ ঘটনার অনেক পরে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এমনকি অ্যাম্বুলেন্সও অনেক দেরিতে এসে পৌঁছায় বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। এদিকে এই ভয়াবহ দুর্ঘটইনার পরেই তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *