গাজোল: টিফিন বক্সে করে ব্রাউন সুগার পাচারের পথে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে গাজোল থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার দুপুরে ৫১২ এবং ১২ নম্বর জাতীয় সড়কের সংযোগস্থল রাঙাভিটা ফ্লাইওভার সংলগ্ন এলাকায় অভিযান চালায় গাজোল থানার পুলিশ। সেখানে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশিতেই ধৃত যুবকের ব্যাগ থেকে উদ্ধার একটি টিফিন বক্স। টিফিন বক্স খুলতেই চক্ষুচড়কগাছ হয়ে যায় পুলিশের। সেখানে ছিল ৪১৪ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারদর আনুমানিক সাড়ে ৪ লক্ষ টাকা। এরপরেই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মোশারফ শেখ (২৫)। বাড়ি কালিয়াচক থানা এলাকার কিসমত নারায়ণপুর গ্রামে। সে ওই এলাকা থেকে ব্রাউন সুগারগুলি সংগ্রহ করে উত্তর দিনাজপুরের ডালখোলায় পাচারের পরিকল্পনা করেছিল। ধৃত যুবক কোথা থেকে এই নিষিদ্ধ মাদক সংগ্রহ করেছিল, বা কার কাছে বিক্রির পরিকল্পনা করেছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে সোমবার পাঠানো হবে আদালতে।