উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য উপাচার্যকে কোনও অনুরোধ করেননি মুখ্যমন্ত্রী। উপাচার্য সম্পূর্ণ মিথ্যাচার করছেন। এমনই দাবি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক সাংবাদিক সম্মেলনে অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তকে কার্যত তুলোধোনা করেছেন ব্রাত্য।
এদিন ব্রাত্য বলেন,“পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন বলে উনি মিথ্যাচার করেছেন। পরীক্ষা না নেওয়ার কথা উঠছে কোথায়? মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন কোথায়? উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিডিয়ায় খাওয়ানো হয়েছে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন। এই মিথ্যাচার কতদিন চলবে? মুখ্যমন্ত্রী অনুরোধ করলে মেল থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, চিঠি থাকবে। ইচ্ছাকৃতভাবে রাজ্যপাল মনোনীত উপাচার্য খাইয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন উচ্চশিক্ষাদপ্তরকে দিয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলেছে।’’
ব্রাত্য বসু আরও বলেছেন, ‘‘ওইদিন একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠানো হয়েছিল। কোনও কোনও বিশ্ববিদ্যালয় অনুরোধ রেখেছে, কোনও কোনও বিশ্ববিদ্যালয় অনুরোধ রাখেনি। তা বলে কেউ ঝাঁপিয়ে পড়ে মিডিয়ার কাছে গিয়ে হিরো হওয়ার জন্য মুখ্যমন্ত্রী যা বলেননি, তা নিয়ে মিথ্যাচার করেছেন। মিথ্যা কথা বলার একটা সীমা আছে।’’