Bombing | সাহেবগঞ্জে তিন জায়গায় পরপর বোমাবাজি

Bombing | সাহেবগঞ্জে তিন জায়গায় পরপর বোমাবাজি

ভিডিও/VIDEO
Spread the love


সাহেবগঞ্জ: পুজোর মুখে সাহেবগঞ্জ (Sahebganj) এলাকার একাধিক জায়গায় বোমাবাজির (Bombing) ঘটনা হল। বুধবার সকালে এনিয়ে এলাকায় ব্যপক চাঞ্ল্য ছড়ায়। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের দিনহাটা-২ ব্লক সভাপতি তথা প্রাক্তন প্রধানের স্বামী মোজাফফর রহমান মিন্টুর বাড়িতে মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ বোমাবাজি হয়। পাশাপাশি সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তথা দিনহাটা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য অতুলচন্দ্র সরকারের বাড়ির সামনে নতুনবাজার এলাকায় ও প্রাক্তন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ময়নাল হকের শ্বশুরবাড়ির সামনের রাস্তায় বোমাবাজি চালানো হয় বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)।

এদিকে এমন ঘটনার পরে বুধবার সকালে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বাড়িতে পৌঁছে যান দিনহাটা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপককুমার ভট্টাচার্য। এদিন তিনি এই ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে বিজেপি এধরনের বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। শান্ত সাহেবগঞ্জকে অশান্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে। পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে। তারা যাতে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে সেই দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, যদি পুলিশ মনে করে তাদের গ্রেপ্তার করবে না তাহলে আগামীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সাহেবগঞ্জের মাটি থেকে দুষ্কৃতীদের উচ্ছেদ করবে বলে হুশিয়ার দেন। যদিও এনিয়ে এখনও পর্যন্ত বিজেপির (BJP) কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *