বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম : শুক্রবার কাঠামো পুজোর মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী পুজোর প্রস্তুতি শুরু হল। প্রাচীন রীতি মেনে এদিন বোল্লামন্দির সংলগ্ন পুকুর থেকে কাঠামো তুলে আনা হয়। সেই কাঠামোকে দুধ দিয়ে স্নান করিয়ে পুজোর আয়োজন করা হয়। মন্দির ঘাট থেকে চত্বর পর্যন্ত ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। মন্দির প্রাঙ্গণে ভিড় করেন ভক্তরা।
পুরোহিত অরূপ চক্রবর্তী বলেছেন, ‘কাঠামো পুজোর মধ্য দিয়ে বোল্লা মায়ের পূজা ও মেলার প্রস্তুতি শুরু হল। আগামী সপ্তাহে কাঠামো মন্দিরে প্রবেশ করবে।’
প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার ঐতিহ্যবাহী এই পুজো অনুষ্ঠিত হয়। এবছর ৭ নভেম্বর থেকে শুরু হবে পুজো ও চারদিনব্যাপী মেলা। পুজোয় ভিনরাজ্য ছাড়া বাংলাদেশ, নেপাল ও ভুটান থেকেও অসংখ্য ভক্ত আসেন।
কাঠামো পুজো ঘিরে এলাকায় এখন উৎসবের আমেজ। পুজো ও মেলা সফলভাবে আয়োজনে প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না উদ্যোক্তারা।