Boat Capsizes off Yemen’s Coast | ইয়েমেনের উপকূলে নৌকাডুবি, মৃত ৬৮, নিখোঁজ আরও ৭৪

Boat Capsizes off Yemen’s Coast | ইয়েমেনের উপকূলে নৌকাডুবি, মৃত ৬৮, নিখোঁজ আরও ৭৪

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইয়েমেনের উপকূলে নৌকাডুবি (Boat Capsizes off Yemen’s Coast)। রবিবার এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬৮ জন আফ্রিকান অভিবাসীর (African Migrants)। নিখোঁজ আরও ৭৪ জন। রাষ্ট্রপুঞ্জের অভিবাসন সংস্থা দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে।

গতকাল ইয়েমেনের (Yemen) দক্ষিণ উপকূলের কাছে ১৫৪ জন অভিবাসীকে নিয়ে নৌকাটি ডুবে যায়। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন ইথিওপিয়ার নাগরিক। প্রদেশের একজন ঊর্ধ্বতন স্বাস্থ্যকর্তা আব্দুল কাদির বাজামিল জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ৯ জন ইথিওপিয়ার এবং একজন ইয়েমেনের নাগরিক।

রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বারবার সতর্ক করেছে, হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনের এই সমুদ্রপথ অত্যন্ত বিপজ্জনক। গত দশ বছরে এই পথ দিয়ে গিয়ে ২ হাজারেরও বেশি অভিবাসী নিখোঁজ হয়েছেন। যাঁদের মধ্যে ৬৯৩ জনের ডুবে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গতবছর এভাবে ৫৫৮ জনের মৃত্যু হয়েছে। গতকালের ঘটনার পর এখনও উদ্ধারকারকাজ চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *