উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুথ লেভেল অফিসার বা বিএলওদের (BLO) হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), এমনই অভিযোগ তুলে রাজ্যসভায় নোটিশ জমা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। রাজ্য বিজেপি সভাপতির কথায়, ‘অনুপ্রবেশকারীরাই তৃণমূলের সম্পদ। ওরা বুঝতে পারছে, ভুয়ো নাম বাদ চলে গেলে ওদের ক্ষমতা চলে যাবে।’
ভোটার তালিকা সংশোধন বা SIR নিয়ে বিগত কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতি উত্তাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র সুর চড়িয়েছেন SIR নিয়ে। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে সংসদের সেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ তুলে ধরেন শমীক। তাঁর কথায়, ‘সরকারি কর্মচারীদের যেভাবে চাপে রাখা হচ্ছে, তাতে পরিষ্কার রাজ্যে সাংবিধানিক সঙ্কট তৈরি হচ্ছে। বিএলওরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে আমাদের আতঙ্কের কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে যখন প্রশাসনিক কর্মীদের জনসমক্ষে হুমকি দেন, তখন তা সাংবিধানিক শালীনতার পরিপন্থী।’
পাশাপাশি শমীক আরও বলেন, ‘ভারত কোনও ধর্মশালা নয়। বাইরে থেকে যেই আসছে, এখানে থেকে যাচ্ছে। নির্বাচন কমিশন এটাই বন্ধ করতে চাইছে। আর সেটাই ভালভাবে নিচ্ছে না তৃণমূল। কারণ, এই অনুপ্রবেশকারীরাই তৃণমূলের সম্পদ। ওরা বুঝতে পারছে, ভুয়ো নাম বাদ চলে গেলে ওদের ক্ষমতা চলে যাবে।’