BJP | বঙ্গ বিজেপি সভাপতি পদে শুভেন্দু ঘনিষ্ঠ শমীক? অপেক্ষা কয়েক ঘণ্টার

BJP | বঙ্গ বিজেপি সভাপতি পদে শুভেন্দু ঘনিষ্ঠ শমীক? অপেক্ষা কয়েক ঘণ্টার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। দুপুর নাগাদ ঘোষণা করা হবে রাজ্য বিজেপি সভাপতির ( State president of West Bengal BJP) নাম। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। চলবে বিকেল ৪ টে পর্যন্ত। মনোনয়ন যাচায়ের পর সন্ধ্যে ৬ টা নাগাদ  চূড়ান্ত করা হবে প্রার্থী তালিকা। তবে কে হবেন নতুন সভাপতি, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বঙ্গ বিজেপি সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তাঁর নাম নিয়ে জল্পনার নেপথ্যে শুভেন্দুর সঙ্গে সুসম্পর্কের তথ্য উঠে এসেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বলেছিলেন, ‘দেশের ৫ সাংসদের মধ্যে শমীক ভট্টাচার্য-এর নাম উচ্চারিত হয়।’ এমতাবস্থায় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন শমীক। তাঁদের সাক্ষাতের পর বঙ্গ বিজেপি (BJP) সভাপতি হওয়ার দৌড়ে শমীক অনেকটা এগিয়ে রয়েছেন বলে মত ওয়াকিবহালমহলের।

আবার কানাঘুষো এও শোনা গেছে, কেন্দ্রীয় নেতৃত্বের কেউ কেউ সুকান্ত মজুমদারকে (MP Sukanta Majumdar) পুনরায় সভাপতি পদে বসানোর জন্য সাওয়াল করেছেন। তবে বিজেপিতে এক ব্যক্তি একাধিক পদের দায়িত্বে থাকতে পারেন না। তাছাড়া বালুরঘাটের সাংসদ দুটি দপ্তরের মন্ত্রিত্ব সামলে সময় দিতে পারছেন না। তাই পূর্ণ সময়ের সভাপতি প্রয়োজন বঙ্গ বিজেপিতে। আর সেক্ষেত্রে শমীককের ওপরেই আস্থা রাখতে চাইছে একাংশ। এখন দেখার বঙ্গ বিজেপি কার ওপর দায়িত্ব তুলে দেয়।

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *