BJP | প্রধানমন্ত্রীর সভায় যেতে বাধা! দিনহাটায় বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

BJP | প্রধানমন্ত্রীর সভায় যেতে বাধা! দিনহাটায় বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শিক্ষা
Spread the love


দিনহাটা: আলিপুরদুয়ারে (Alipurduar) প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) জনসভায় যাওয়ার পথে দিনহাটা শিমূলতলা পেট্রোল পাম্পের সামনে বিজেপি কর্মীদের একটি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ শিমূলতলা এলাকায় একটি বাসে ভাঙচুর চালানো হয়। ভাঙচুরের ফলে গাড়ির সামনের কাচ একবারে ভেঙে যায়। আতঙ্কিত বিজেপি কর্মীরা বাস ছেড়ে অন্যত্র পালিয়ে যান। গোটা ঘটনায় তুমুল উত্তেজনা দেখা যায়। বর্তমানে বাসটিকে পুলিশ পেট্রোল পাম্পে রেখে দিয়েছে।

বিজেপি নেতা অজয় রায়ের অভিযোগ, ‘একটি বাসে করে আটিয়াবাড়ি থেকে বিজেপি (BJP) কর্মীদের নিয়ে আলিপুরের উদ্দেশ্য রওনা দিয়েছিলাম। তৃণমূল (TMC) কর্মীরা শিমুলতলায় গাড়িটি আটকে লাঠিসোটা দিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পাশাপাশি দিনহাটা স্টেশন, মদনহনবাড়ি,পুঁটিমারী, শীতলাবাড়ি, সাহেবেরহাট সহ একাধিক জায়গায় তাদের গাড়ি আটকে দেয় তৃণমূলের কর্মীরা।’

ঘটনা প্রসঙ্গে, সিতাই বিধানসভা কেন্দ্রের কো-কনভেনার দিবাকর রায় বলেন,  ‘জঙ্গলরাজ চলছে। এরপরে সভায় যেতে হলে তো আমাদেরও লাঠিসোটা নিয়ে যেতে হবে। সবটাই পুলিশের সামনে ঘটেছে। আর পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে।’

যদিও তৃণমূল শহর ব্লক সভাপতি বিশু ধর বলেন, ‘ওদের তো কর্মীই নেই। আমরা কাকে আটকাব? পুরোটাই ভিওিহীন অভিযোগ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *