উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটকে (INDIA) নতুন করে অক্সিজেন জোগাতে বৃহস্পতিবার নৈশভোজের ডাক দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। বৈঠকে উদ্ধব ঠাকরে, তাঁর ছেলে আদিত্য ঠাকরে এবং দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বসে রয়েছেন পেছনের সারিতে! এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গেরুয়া শিবিরের পক্ষ থেকে লেখা হল, ‘এই ছবিতে আত্মসম্মান খুঁজে বের করুন।’
দেবেন্দ্র ফড়ণবিস রীতিমতো ব্যঙ্গের সুরে বলেন, ‘আমাদের কাছে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সম্মানটা সবচেয়ে আগে থাকত। ইন্ডিয়া জোটে গিয়ে উনি কতটা সম্মান পাচ্ছেন সেটা দেখা যাচ্ছে।’ এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘উদ্ধব বলেছিল দিল্লির সামনে মাথা নত করবেন না। এখন কী অবস্থা দেখুন। আমাদের সঙ্গে যখন ছিলেন আমরা সব সময়ই সামনের সারিতে বসতে দিতাম ওঁকে।’
এদিকে ফড়ণবিসের এমন পোস্ট দেখে পালটা জবাব দিয়েছেন সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘আমরা সামনেই বসেছিলাম। কিন্তু টিভি স্ক্রিন চোখে অসুবিধা করছিল। তাই আমরা গিয়ে পেছনে বসি। উদ্ধবজির অন্য ছবি দেখুন। রাহুল গান্ধি (Rahul Gandhi) ও সোনিয়া গান্ধি তাঁদের বাড়ি আমাদের ঘুরে দেখিয়েছেন। আর এদিকে বিজেপি পড়ে আছে কে কোথায় বসবে তা নিয়ে।’