উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ট্যাংরার (Tangra) পর এবার বীরভূম (Birbhum)। ফের একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল। শুক্রবার মহম্মদবাজার এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম, লক্ষ্মী মার্ডি। এছাড়াও মৃত্যু হয়েছে তাঁর দুই নাবালক সন্তান রুপালি ও অভিজিতের।
মৃতার স্বামী কর্মসূত্রে দুর্গাপুরে (Durgapur) থাকেন। এদিন সকালে কারও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করেন। পরে ভেতরে গিয়ে দেখতে পান ভয়ংকর দৃশ্য। ঘরের ভিতর পড়ে রয়েছে মা ও তাঁর ২ নাবালক সন্তানের দেহ। স্থানীয়রা জানান, লক্ষ্মী ও তাঁর মেয়ে রুপালীর দেহ পড়েছিল খাটের ওপরে। খাটের নীচ থেকে মেলে অভিজিতের দেহ। তিন জনের দেহেই আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তিনজনকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কী কারণে ও কীভাবে এই তিনজনের মৃত্যু, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহম্মদবাজার থানার পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কিছু দিয়ে তিনজনের মাথায় আঘাত করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।
সম্প্রতি ট্যাংরায়ও বাড়ি থেকে একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার হয়েছিল। মৃতদের মধ্যে দুই মহিলা ছাড়াও এক কিশোরী ছিল। সেই ঘটনার পর এদিন ফের এমন ঘটনায় তোলপাড় সর্বত্র।