উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলকাতায় কংগ্রেসের দপ্তর বিধান ভবনে হামলার ঘটনার পর তিন দিন পেরিয়ে গেলেও এখনও অধরা মূল অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং। রাকেশকে না পেয়ে রবিবার রাতে তাঁর ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে এল এন্টালি থানার পুলিশ। এদিন রাতে ধৃতকে পুলিশ হেপাজতে মারধর করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
সম্প্রতি বিহারে রাহুল গান্ধির সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর পরিবারকে অশ্রাব্য ভাষায় গালগালাজ করা হয় বলে অভিযোগ উঠেছিল। এরপরেই গত শুক্রবার কলকাতায় বিধান ভবনে হামলা চালায় একদল বিজেপি কর্মী সমর্থক। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও দেখে পুলিশ শনাক্ত করে মূল অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংকে। ঘটনার পর থেকেই বেপাত্তা রাকেশ।
সূত্রের খবর, রাকেশ যে গাড়ি নিয়ে পালিয়েছে, সেই গাড়িটি শিবম সিংয়ের নামে রেজিস্টার করা। শিবম সম্পর্কে রাকেশের ছেলে। সেকারণেই রবিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য শিবমকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে এন্টালি থানার পুলিশ। তদন্তে অসহযোগিতা করার অভিযোগে শিবমকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশের।
এদিকে, বিধান ভবনের হামলার ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বলেন, ‘থানার দূরত্ব ১০০ মিটার, তাও পুলিশ আসতে পারল না। এই আক্রমণ ঠেকাতে পারল না। একই এলাকায় তৃণমূলের ঠেকে হামলা হলে পুলিশ কি রক্ষা করতে আসত না?’ তিনি প্রশ্ন করেন, ‘কোন সমঝোতার কারণে এখনও মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হল না?’
উল্লেখ্য, বৃহস্পতিবার প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে সূত্রপাত হয় উত্তেজনার। অভিযোগ, ‘ভোটার অধিকারের যাত্রা ’চলাকালীন দরভাঙ্গায় কংগ্রেসের পতাকা গায়ে জড়ানো এক ব্যক্তি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেন। ওই ভিডিও ভাইরাল হয়। বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করে কংগ্রেসকে ক্ষমা চাওয়ার দাবি জানায়।