কলকাতা: প্রাক্তন সতীর্থর ধারাবাহিকতা নিয়ে চিন্তিত বাইচুং ভুটিয়া। কঠিন সময় ভারতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়ে আশার আলো দেখিয়েছেন খালিদ জামিল। প্রাক্তন ফুটবলার বাইচুং যদিও তারপরও জাতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ খালিদের ওপর পূর্ণ আস্থা রাখতে পারছেন না। বাইচুং বলেছেন, ‘কাফা নেশনস কাপে ব্রোঞ্জ জয় নিঃসন্দেহে ইতিবাচক ফলাফল। শুরুটা ভালো হয়েছে। তবে আইএসএলে ওঁর দল একদিন শক্তিশালী প্রতিপক্ষকে হারাত, আবার পরের ম্যাচে খারাপভাবে হেরে যেত। জাতীয় দলে সফল হতে হলে ধারাবাহিকতা দেখাতে হবে।’
স্ট্রাইকারদের গোল না পাওয়া নিয়েও চিন্তিত বাইচুং। বলেছেন, ‘কাফা নেশনস কাপে আমাদের সব গোলই এসেছে ডিফেন্ডারদের থেকে, সেটপিসে। স্ট্রাইকারদের থেকে কোনও গোল নেই। এটা উদ্বেগজনক। সব সময় ডেডবল পরিস্থিতির ওপর নির্ভর করা যাবে না। আক্রমণভাগকে শক্তিশালী করতে হবে।’
এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে না পারলেও নৌশাদ মুসার অনূর্ধ্ব-২৩ ভারতীয় দলের লড়াকু ফুটবল সমাদৃত হচ্ছে দেশজুড়ে। সেই দলের বেশ কয়েকজন ফুটবলারকে সিনিয়ার দলে দেখতে চাইছেন পাহাড়ি বিছে। তবে অনূর্ধ্ব-২৩ দলকে যে দেশের সর্বোচ্চ লিগে খেলানোর দাবি উঠেছে তার পক্ষে নেই বাইচুং। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘আমরা আগেও ইন্ডিয়ান অ্যারোজকে দেখেছি। কিন্তু এটা সঠিক পথ নয়। বিশ্বজুড়ে সেরা দলগুলো দেখুন, ক্লাবগুলোই গ্রাসরুট থেকে তরুণদের গড়ে তুলেছে। আমাদেরও আইএসএল ও আই লিগের ক্লাবগুলোকে তরুণদের সুযোগ দিতে হবে।’