উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কুকুর এবং মানুষের বন্ধুত্বের নানান গল্প এবং সত্যি ঘটনা আমাদের চারপাশে প্রায়শই চোখে পড়ে। তবে মানুষ এবং কুকুরের মধ্যেকার এহেন অকৃত্তিম ভালোবাসার এক ছবি বেঙ্গালুরুবাসী প্রায় প্রত্যহই প্রত্যক্ষ করেন, নেপথ্যে জ্যাকি এবং তাঁর অটোচালক বন্ধু।
জ্যাকি বেঙ্গালুরুর এক অটোচালকের পোষ্য কুকুর তথা সর্বক্ষনের সঙ্গী। জানা গিয়েছে, জ্যাকির বয়স যখন মাত্র ৪ দিন, তখন থেকেই ওই অটোচালকের সঙ্গে রয়েছে সে। ওই অটোচালক তাঁর অটো নিয়ে যেখানেই যান না কেন তাঁর বন্ধু জ্যাকিও তাঁর সঙ্গে ওই অটোতেই সেই সব জায়গায় ঘুরে বেরায়। এই অটোচালক এবং জ্যাকির অটোযাত্রার একটি ছবি সম্প্রতি ভাইরাল হয় সমাজমাধ্যমে। আর এরপর থেকেই জ্যাকিকে ঘিরে নেটিজেনদের উৎসাহ চোখে পড়ার মতো।
my auto wale bhaiyya has his canine( identify is Jackie ) with him within the auto; this child has been with him from when he was 4 days previous and now they journey collectively all over the place🥺
Does this name for a @PeakBangalore second?? pic.twitter.com/Cre4g6Cd5S
— rattling she coool (@damnyanti) February 22, 2025
সম্প্রতি সমাজমাধ্যমে জ্যাকির এই ছবিটি পোস্ট করে একজন লেখেন, “আমার অটোচালক দাদার সঙ্গে অটোতে তাঁর পোষ্য কুকুরটি রয়েছে। এই বাচ্চাটির যখন ৪ দিন বয়স তখন থেকেই এই দুজন একসঙ্গে রয়েছেন এবং তাঁরা যেখানেই যান না কেন একসঙ্গেই যান।” ছবিটিতে দেখা যাচ্ছে কুকুরটি ওই অটোতে চালকের পাশে চুপটি করে বসে আছে।
ছবিটি খুব দ্রুত নজর কাড়ে নেট নাগরিকদের। ছবিটিতে কমেন্ট করতেও বিন্দুমাত্র কার্পণ্য করেননি তাঁরা। একজন লিখেছেন, ‘ছবিটি দেখে মন খুশিতে ভরে গেল।’ আরেকজন লেখেন, “আমিও এই অটোতে চড়েছিলাম সপ্তাহ তিনেক আগে। জ্যাকির সঙ্গেও আমার দেখা হয়েছে।” স্বাভাবিকভাবেই জ্যাকি এবং তাঁর অটোচালক বন্ধুর এই অকৃত্তিম ভালোবাসার ছবি যে মন কেড়েছে নেটিজেনদের সে কথা বলাই বাহুল্য।