Bengal Ladies’s Underneath-15 | অনূর্ধ্ব-১৫ মহিলা দলের সংবর্ধনায় চমক মিতালি, থাকতে পারেন সূর্যকুমার!

Bengal Ladies’s Underneath-15 | অনূর্ধ্ব-১৫ মহিলা দলের সংবর্ধনায় চমক মিতালি, থাকতে পারেন সূর্যকুমার!

শিক্ষা
Spread the love


নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ সর্বভারতীয় ক্রিকেটে বহুদিনই সাফল্য নেই বাংলার। বহুদিনের সেই খরা এবার কাটিয়েছে বাংলার অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেট দল। বাংলার অনূর্ধ্ব-১৫ মহিলা দলকে সোমবার সংবর্ধনা দিতে চলেছে বাংলা ক্রিকেট সংস্থা। আর সেই সংবর্ধনার আসরে চমক হিসেবে হাজির থাকছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। ঝুলন গোস্বামী, সৌরভ গঙ্গোপাধ্যায়দের সঙ্গে মিতালিও বাংলার অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেট দলকে সংবর্ধিত করবেন। পাশাপাশি বাংলা ক্রিকেটের আগামীর প্রতিভাদের সঙ্গে সময় কাটাবেন ঝুলন-মিতালিরাও।  এই প্রসঙ্গে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছিলেন, ‘অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেট দলকে সোমবার ইডেনেই সংবর্ধনা দিতে চলেছি আমরা। ঝুলন, সৌরভের পাশে মিতালিও থাকবে সংবর্ধনার অনুষ্ঠানে।’ অনুষ্ঠানের মূল চমক হিসেবে থাকতে পারেন টিম ইন্ডিয়ার টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও। তাঁকে সোমবারের অনুষ্ঠানে হাজির থাকার জন্য সিএবি-র তরফে অনুরোধ করা হয়েছে। রাত পর্যন্ত সূর্যের সম্মতি মেলেনি। তবে সিএবি কর্তারা আশায় রয়েছেন সূর্যকে পাওয়ার ব্যাপারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *