উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনা পণ্যের ওপর ব্যাপক হারে শুল্ক চাপানোয় চিন এবং আমেরিকার পারস্পারিক সম্পর্কে বৃদ্ধি পাচ্ছে তিক্ততা। আর এই আবহে আধিপত্যবাদ এবং ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে লড়ার জন্য ভারতের সঙ্গে পারস্পারিক সম্পর্ক মজবুত করার দিকে জোর দিচ্ছে বেজিং(Beijing)। সম্প্রতি বেজিংয়ে চিনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশনের ফাঁকে এক সাংবাদিক সম্মেলনে চিনের পররাষ্ট্র মন্ত্রী ও্য়াং ই বলেন, ‘চিন ও ভারতের এমন সম্পর্ক তৈরি করা উচিত যাতে একে অপরের সাফল্যে অবদান রাখতে পারে। ড্রাগন এবং হাতির এই যুগলবন্দী উভয়পক্ষের জন্যই একমাত্র এবং সঠিক পথ বলে বিবেচিত হওয়া উচিত।’
ভারত এবং চিনের মধ্যেকার সহযোগিতামূলক অংশীদারিত্বই উভয় দেশের মৌলিক স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে, এই কথার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘অতীতের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে এবং দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে, চিন ও ভারতের সম্পর্ককে সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে চিন প্রস্তুত রয়েছে।’