উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) নতুন সভাপতি (President) নির্বাচন নিয়ে অনেক দিন থেকেই জল্পনা চলছে। রজার বিনির পর কে বোর্ড প্রেসিডেন্ট হবেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আর ওই প্রশ্নের উত্তর খুব সম্ভবত তাড়াতাড়ি পাওয়া যাবে তা প্রমাণ হয়ে গেল শনিবার। ওইদিন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) বাড়িতে একটি বৈঠক হয়। সেখানে সম্ভাব্য বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে যাঁর নাম উঠে এসেছে, তিনি হলেন মিঠুন মানহাস (Mithun Manhas)। এই নামটির সঙ্গে কজন পরিচিত এনিয়ে প্রশ্ন রয়েছে। ভারতের জাতীয় দলের হয়ে তিনি একটিও ম্যাচ খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে প্রচুর রনজি ম্যাচ খেলেছেন। পাশাপাশি দিল্লির অধিনায়কত্বও করেছেন। মিঠুন বর্তমানে জম্মু-কাশ্মীরের ক্রিকেটের সঙ্গে যুক্ত।
মিঠুন মানহাস ভারতের ঘরোয়া ক্রিকেটে একটি পরিচিত নাম। যদিও তিনি ভারতের জাতীয় দলে খেলার সুযোগ পাননি। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ছিল অত্যন্ত প্রশংসনীয়। ১৫৭ ম্যাচে তাঁর সংগ্রহ ৯,৭১৪ রান। এছাড়াও আইপিএলে তিনি দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স এবং চেন্নাই সুপার কিংসের মতো দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। দিল্লির হয়ে অধিনায়কত্ব করে রঞ্জি ট্রফিও জিতেছেন। শতরান করেছেন ২৭টি, অর্ধশতরান ৪৯, গড়: ৪৫.৮২
বিসিসিআই (BCCI) য়ের বার্ষিক সাধারণ সভা (AGM) রয়েছে ২৮ সেপ্টেম্বর। সেখানেই বোর্ডের সভাপতি নির্বাচন করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ সেপ্টেম্বর।
এদিকে রাজীব শুক্লা হয়তো ভাইস প্রেসিডেন্ট পদেই থাকবেন। আইপিএল চেয়ারম্যান পদেও পরিবর্তন হওয়ার কথা রয়েছে। বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমালের ছয় বছরের মেয়াদ শেষ হয়েছে। তাই তাঁকে বাধ্যতামূলক কুলিং-অফ পিরিয়ডে যেতে হবে। জাতীয় সিনিয়র পুরুষ নির্বাচক কমিটিতেও রদবদল হবে। এস শরথের জায়গায় আসবেন প্রজ্ঞান ওঝা এবং শরথ এবার থেকে জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রাক্তন ক্রিকেটার কিরণ মোরের বোর্ডে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। সমস্ত কিছু ঠিক থাকলে বোর্ডের নতুন সদস্যরা ২৮ সেপ্টেম্বর থেকে দায়িত্ব নেবেন।