নয়াদিল্লি: দুই বন্ধু। দুইজনই পরস্পরের ঘনিষ্ঠ। একসঙ্গে লড়াই করে দেশকে বহু সাফল্য এনে দিয়েছেন তাঁরা। আগামী ২৮ সেপ্টেম্বর সেই দুই বন্ধুকে ফের একসঙ্গে দেখা যাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। বাংলা ক্রিকেট সংস্থার নয়া সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিই সিএবি-র প্রতিনিধি হিসেবে হাজির হতে চলেছেন বোর্ডের এজিএমে। পাশাপাশি পাঞ্জাব ক্রিকেট সংস্থার মনোনীত প্রতিনিধি হিসেবে বোর্ডের এজিএমে হাজির হতে চলেছেন হরভজন সিং। সৌরভ-হরভজনের মতো জনপ্রিয় দুই তারকার বোর্ডের এজিএমে হাজির হওয়ার খবর সামনে আসতেই নানা জল্পনা শুরু হয়েছে।
সৌরভ অথবা হরভজনদের কি বোর্ড প্রশাসনে দেখা যেতে পারে? সম্ভাবনা কম হলেও আলোচনা চলছে প্রবলভাবেই। ২২ সেপ্টেম্বর সিএবির এজিএম। সেদিন ছয় বছর পর সৌরভের সিএবি সভাপতি পদে ফেরা নিশ্চিত। বাংলা ক্রিকেট সংস্থার মসনদে বসেই সৌরভ বোর্ডে চলে যাবেন, এমন সম্ভাবনা কার্যত শূন্য। তুলনায় হরভজনের বোর্ডের প্রশাসনিক পদে সুযোগের সম্ভাবনা রয়েছে। ভাজ্জি নিজে এই ব্যাপারে কোনও মন্তব্য করেননি। ফলে জল্পনা আরও বেড়েছে।
শচীন তেন্ডুলকার বিসিসিআই সভাপতি পদে ‘না’ করে দিয়েছেন আগেই। কিন্তু তারপরও প্রভাবশালী একজন প্রাক্তন ক্রিকেটার বোর্ড সভাপতি পদে আসছেন বলে খবর। কিরণ মোরে, রবি শাস্ত্রী, কপিল দেব, রাহুল দ্রাবিড়দের মতো অনেক নামই শোনা যাচ্ছে। তার মধ্যেই আজ সরকারিভাবে পাঞ্জাবের প্রতিনিধি হিসেবে হরভজনের বোর্ড এজিএমে হাজির হওয়ার খবর সামনে আসার পর তাঁকে নিয়েও চর্চা শুরু হয়েছে জোরকদমে। শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার।