উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। তাছাড়া বার্ধক্যজনিত নানা সমস্যা ছিল। কোলেস্টরেল, কিডনির সমস্যা, হার্টের রোগও ছিল তাঁর। প্রায় মাস ছয়েক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রবীণ অভিনেত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে তিনি লিখেছেন, ‘প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।’
প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হল।
আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।
— Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2025
থিয়েটার থেকে সিনেপর্দায় স্বর্ণযুগের অভিনেতাদের সঙ্গে দাপিয়ে কাজ করেছেন বাসন্তী চট্টোপাধ্যায়। মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও কাজ করেছেন তিনি। একাধিক ছবি রয়েছে তাঁর ঝুলিতে। ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’র মতো ছবিতে অভিনয় করেছেন। গত বছরের শুরুর দিকে ‘গীতা এলএল বি’ সিরিয়ালের শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। তখনই শেষবার পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। তাঁর প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে।