কলকাতা: বাংলাদেশ সরকারের তরফে অন্যান্যবারের মতো এবারও পুজোর সময় ১২৫০ মেট্রিক টন ইলিশ (Bangladeshi Hilsa) এপারে পাঠানোর ব্যাপারে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ঘোষণাই সার। পঞ্চমী পর্যন্ত এদেশে এসে পৌঁছেছে মাত্র ৯০ মেট্রিক টন। মাছ আমদানিকারকদের কাছ থেকে জানা গিয়েছে, সোমবার বাংলাদেশ থেকে পেট্রাপোল দিয়ে শেষবারের মতো ইলিশ আসতে চলেছে। তবে তার পরিমাণ যে খুব বেশি হবে না সেটা বুঝতেই পারছেন মাছ আমদানিকারকরা। বাংলাদেশের মাছ রপ্তানিকারকদের কাছ থেকে জানা গিয়েছে, এবার সেখানেও ইলিশের দেখা নেই। তার ফলে সেখানে এমনিতেই ইলিশের দাম অত্যন্ত চড়া। তার ওপর বাংলাদেশ সরকারের তরফে ইলিশের রপ্তানিমূল্য ধরা হয়েছে কেজি প্রতি মাত্র ১১০০ ভারতীয় টাকা। যেহেতু ঘরের বাজারেই ইলিশের দাম অনেক বেশি, তাই এত কম দামে ইলিশ রপ্তানিতে তাঁরা আগ্রহী নন।
বাংলাদেশ ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুলচন্দ্র দাস জানিয়েছেন, এবার এরাজ্যেও মৎস্যজীবীদের জালে তেমন ইলিশ পড়েনি। বাংলাদেশ থেকে অল্প কিছু মাছ এসেছিল। তা যথারীতি বিক্রি হয়েছে অত্যন্ত চড়া দামে। সোমবার যেটুকু মাছ আসবে তার দামও চড়াই থাকবে। সাধারণ মানুষ সেই ইলিশের দেখা পাবেন না।