খড়িবাড়ি: নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গ্রেপ্তার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী (Bangladeshi Arrested)। গ্রেপ্তার করা হয়েছে আরও এক ভারতীয় এজেন্টকে। ধৃত দুই বাংলাদেশি হল, মহম্মদ জাহিদুল ইসলাম (যার কাছ থেকে জাল আধার কার্ড পাওয়া গিয়েছে) এবং সুশান্তচন্দ্র দাস। ধৃত এজেন্টের নাম, দেবাশিস চক্রবর্তী।
নেপাল (Nepal) থেকে মেচি সেতু দিয়ে ভারতে প্রবেশের সময় খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে (Panitanki) এসএসবি (SSB) জওয়ানরা ওই দুই বাংলাদেশি ও এক ভারতীয় এজেন্টকে ধরে ফেলে। তাদের কাছ থেকে জাল আধার কার্ড পাওয়া যায়। জানা গিয়েছে, ওই ভারতীয় এজেন্ট দুই বাংলাদেশি নাগরিককে জাল ভারতীয় পরিচয়পত্রের মাধ্যমে সীমান্ত পার করানোর চেষ্টা করেছিল। এসএসবি জওয়ানদের সন্দেহ হওয়ায় তাদের তল্লাশি চালানো হয়। ওই এজেন্ট জাল আধার কার্ডের মাধ্যমে ৫০ হাজার টাকার বিনিময়ে তাদের সীমান্ত পার করিয়ে দিল্লিতে পৌঁছে দেওয়ার কথা বলেছিল। এই ঘটনায় আরও দুই এজেন্টের নাম পাওয়া গিয়েছে বলে এসএসবি সূত্রে খবর। ধৃতদের রবিবার গভীর রাতে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দিয়েছে এসএসবি।