উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশের এক প্রতিনিধি দল। সূত্রের খবর, তার ঠিক পরই ঢাকা সফরে আসে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই) (ISI)-এর একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন আইএসআইয়ের ডিরেক্টর জেনারেল অফ অ্যানালিসিস মেজর জেনারেল আমির আফসর। বাংলাদেশের সামরিক বাহিনীর বিভিন্ন ছাউনিতে যাওয়ার কথা ছিল তাঁদের।
এদিকে এমন খবর সামনে আসার পরই কড়া বার্তা দিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারতের চতুর্দিকে কী হচ্ছে, তা নজর রাখা হচ্ছে। দেশের সুরক্ষায় প্রভাব ফেলে এমন কোনও কার্যকলাপ হলে, কড়া পদক্ষেপ করা হবে। তাঁর কথায়, ‘বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলা। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে। আমরা আমাদের সম্পর্ক জোরদার করতে চাই যাতে ভারত ও বাংলাদেশের জনগণ উন্নতি করতে পারে।’
প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের জেরে গত বছর শেখ হাসিনা সরকারের পতন হয়। পদত্যাগ করেন শেখ হাসিনা (Sheikh Hasina)। এরপর বাংলাদেশের ক্ষমতা হাতে যায় অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সরকারের আমলে এই কয়েক মাস যাবৎ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের (Bangladesh-Pakistan) সম্পর্কের উন্নতিতে নজিরবিহীন কিছু পদক্ষেপ দেখা গিয়েছে। পাকিস্তানের পণ্যবাহী জাহাজ এখন সরাসরি বাংলাদেশে যাচ্ছে। নাগরিকদের জন্য ভিসা ব্যবস্থা সহজ করা হয়েছে। এসব নানা কার্যকলাপ দেখে দু’দেশই তাদের সম্পর্কের উন্নতি ঘটাতে যে সচেষ্ট তা স্পষ্ট। কূটনৈতিক মহলের একাংশ মনে করছেন, ভারতকে চাপে রাখতে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান।