Bangladesh | ‘পুড়ছে শিশুরা, সবাই ছুটছে’ বাংলাদেশে বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতিচারণ প্রত্যক্ষদর্শীদের

Bangladesh | ‘পুড়ছে শিশুরা, সবাই ছুটছে’ বাংলাদেশে বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতিচারণ প্রত্যক্ষদর্শীদের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার সকালে ঢাকার (Dhaka) উত্তরা এলাকায় বায়ুসেনার প্রশিক্ষন চলাকালীন একটি স্কুলের ওপর যুদ্ধবিমান (fighter jet) ভেঙ্গে পড়ে। এতে ১৯ জন নিহত হওয়ার পাশাপাশি ১০০ জনের বেশি আহত হয়েছেন। যদিও সংখটি বাড়ার আশঙ্কা রয়েছে।

ওই স্কুলের শিক্ষিকা (instructor) পূর্ণিমা দাস বলেন, ’আমি সবে একটি ক্লাস শেষ করে ফ্যাকাল্টি রুমের দিকে ফিরে আসার সময় একটি বিকট শব্দ হয়। ঘটনাটি বোঝার জন বাইরে বেরিয়ে সব কিছু বুঝে ওঠার আগেই দেখলাম বাচ্চারা আতঙ্কে ছোটাছুটি করছে, অনেকের শরীরে আগুনও লেগে গিয়েছে।’ তিনি আরও বলেন, ’আমি তাড়াতাড়ি কয়েকজন ছাত্রের গায়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করি। ততক্ষণে আগুন স্কুলের বাকি অংশে ছড়িয়ে পড়ে।’

স্কুলের অপর এক শিক্ষক মাসুদ তারিক জানালেন, তিনি একটি বিস্ফোরণের (explosion) শব্দ শুনে পিছনে ফিরে শুধু আগুন ও ধোঁয়া দেখতে পেয়েছেন।

স্কুলের এক ছাত্র ফারহান হাসানের কথায়, আমার সবচেয়ে ভালো বন্ধু, যার সঙ্গে আমি পরীক্ষা দিয়েছি। সে আমার চোখের সামনেই মারা গিয়েছে।
চীনা জে-৭ যুদ্ধবিমানের একটি উন্নত সংস্করণ, এফ-৭ বিজিআই বিমানটি নিয়ে প্রশিক্ষণ চলাকালীন স্কুল ভবনে এসে ভেঙ্গে পড়ে।

সশস্ত্র বাহিনীর এক বিবৃতি অনুসারে, জেটটি যান্ত্রিক ত্রুটির (Mechanical error) শিকার হয়েছিল। ওই সময় কম জনবহুল এলাকায় যাওয়ার চেষ্টা করলে তখন সেটি ভেঙ্গে পড়ে।

রেজাউল ইসলাম নামে এক শিক্ষকের বক্তব্য, ’বিমানটি সরাসরি আমাদের স্কুল ভবনে এসে আঘাত করে। আহতদের বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।‘

The publish Bangladesh | ‘পুড়ছে শিশুরা, সবাই ছুটছে’ বাংলাদেশে বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতিচারণ প্রত্যক্ষদর্শীদের appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *