Balurghat Tremendous Speciality Hospital | ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ, বালুরঘাট হাসপাতালে অসুস্থ একাধিক প্রসূতি

Balurghat Tremendous Speciality Hospital | ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ, বালুরঘাট হাসপাতালে অসুস্থ একাধিক প্রসূতি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বালুরঘাট: ভুল ইনজেকশন (Injection) দেওয়ার অভিযোগ উঠল বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে (Balurghat Tremendous Speciality Hospital)। শুক্রবার রাতে এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন একাধিক প্রসূতি। হাসপাতাল সূত্রে খবর, প্রায় ৮ থেকে ১০ জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন।

প্রসূতিদের পরিবারের অভিযোগ, গতকাল রাতে প্রসূতিদের একটি ইনজেকশন দেওয়া হয়। তারপরই এক এক করে সবাই অসুস্থ হয়ে পড়েন। কাঁপুনির পাশাপাশি তাঁদের শ্বাসকষ্ট দেখা যায়। অনেকে ছটফট করতে থাকেন৷ সৌমেন দাস নামে হাসপাতালে ভর্তি এক প্রসূতির স্বামী বলেন, ‘আমার স্ত্রীও প্রসূতি বিভাগে (Maternity Ward) ভর্তি আছে। হাসপাতালে প্রসূতিদের একটি ইনজেকশন দেওয়ার পরেই সকলেই অসুস্থ হয়ে পড়ে। এরপরই কারও কাঁপুনি শুরু হয়, আবার কারও শ্বাসকষ্ট শুরু হয়। আমরা সবাই এর প্রতিবাদ করি। তখন আমাদেরকে বের করে দেওয়া হয়।’

বিষয়টি জানতে পেরেই রাতেই হাসপাতালে ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যরা। হাসপাতালে আসেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আসেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশবাহিনী। অসুস্থদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। মধ্যরাতে দু’জনকে সিসিইউতে ট্রান্সফার করা হয়েছে। কি থেকে ওই প্রসূতিরা অসুস্থ হলেন তা সরেজমিনে খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *