Balurghat | শরণার্থীদের জন্য সিএএ ক্যাম্প 

Balurghat | শরণার্থীদের জন্য সিএএ ক্যাম্প 

শিক্ষা
Spread the love


সুবীর মহন্ত, বালুরঘাট: বাংলাদেশি শরণার্থীদের জন্য নিজের দপ্তরেই ক্যাম্প খুলেছেন সুকান্ত। বুধবার থেকে বালুরঘাটের (Balurghat) দীপালিনগরের ওই দপ্তরে সিএএ-র ফর্ম ফিলআপ চলবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। আর এমন ঘোষণা হতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে জেলাজুড়ে। এনিয়ে বিজেপিকে তুলোধোনা করছে তৃণমূল। প্রশ্ন উঠছে, কতজন বাংলাদেশি নাগরিক জেলা সদরে এসে সিএএ-র ফর্ম ফিলআপ করতে হাজির হবেন তা নিয়েও।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা শরণার্থীদের নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছেন। সেই নির্দেশ মেনে এবার মাঠে নামল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি।

এনিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘বহু মানুষ সিএএতে আবেদন করেছেন। যদিও সবাই এখনও পর্যন্ত ফর্ম ফিলআপ করতে পারেননি। আবেদন করতে গিয়ে অনেকে বিভিন্ন সমস্যায় পড়েছেন। কীভাবে ফর্ম ফিলআপ করতে হবে, কী কী নথিপত্র দরকার এইসব নিয়ে ধারণা দিতে সিএএ সহায়তা শিবির করা হয়েছে। আপাতত বিজেপির পক্ষ থেকে কয়েকটি জায়গায় এই শিবিরের আয়োজন হচ্ছে। ভবিষ্যতে আমরা রাজ্যের সব জায়গায় এই শিবিরের আয়োজন করব।’

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে সিএএ-কে হাতিয়ার করতে চাইছে বিজেপি। তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, ‘এটা বিজেপির রাজনৈতিক চমক। বিজেপির দ্বিচারিতা মানুষ বুঝে গিয়েছেন। ভারতীয় নাগরিকদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সরকারি কোনও বিজ্ঞপ্তি ছাড়া কাউকে নাগরিকত্ব দেওয়া যায়?’

বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এই অঞ্চলের মানুষের একটা বড় অংশ ভারতে আশ্রয় নেন ২০১৪ সালের আগে। দীর্ঘদিন ভারতের মাটিতে বসবাস করলেও নাগরিকত্ব সংক্রান্ত নথি পাওয়ার ক্ষেত্রে জটিলতায় অনেকে সমস্যায় পড়ছেন বলে জেলা বিজেপির অভিযোগ। দলের দাবি, সিএএ-র আওতায় এলে নাগরিকত্ব নিশ্চিত হবে।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানাচ্ছেন, কেউ ১৯৮৫ সালে, আবার কেউ বাংলাদেশ থেকে এসেছেন ২০০৩ সালে। কিন্তু নানান কারণে তাঁদের ভারতের নাগরিক হিসেবে এপর্যন্ত ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি করা হয়নি। এখন কেন্দ্রীয় সরকার সিএএ করেছে। আইনে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে ভারতে আসা শরণার্থীদের নাগরিকত্ব পেতে আবেদন করার কথা বলা হয়েছে। তবে জেলা বিজেপির শিবিরে গিয়ে কতজন সিএএ-র ফর্ম ফিলআপ করবেন, সে দিকে নজর রাখছে পুলিশ মহলও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *